hqdefault4সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘জাতিস্মর’-এ আপাতত বেশ সম্পর্কের দ্বন্দ্বের মধ্যে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর স্বস্তিকা মুখোপাধ্যায়। সেরকমভাবেই তৈরি হয়েছে ছবির চিত্রনাট্যে তাঁদের চরিত্র। সেই দ্বন্দ্বের সঙ্গে কতটা জড়িয়ে আছে জাতিস্মরবাদ, তা জানা যাবে ছবিটি মুক্তি পেলে। আপাতত এই ভিডিওয় দেখুন অ্যান্টনি ফিরিঙ্গির প্রেমের কিছু দৃশ্য।

টি মন্তব্য

মন্তব্য বন্ধ

Note: All are Not copyrighted , Some post are collected from internet. || বিঃদ্রঃ সকল পোস্ট বিনোদন প্লাসের নিজস্ব লেখা নয়। কিছু ইন্টারনেট থেকে সংগ্রহীত ।