Sonam-Kapoorশো’বিজের প্রায় সব নামি দামি অভিনেতা-অভিনেত্রীরা পোশাকের কারণে মিডিয়ার শিরোনাম হন৷ এরকমই এবার খবর হলেন বলিউডের স্টাইল আইকন খ্যাত অভিনেত্রী সোনম কাপুর৷

পোশাক ও ফ্যাশন সচেতন এই অভিনেত্রী সমপ্রতি পোশাকের কারণেই পড়েছিলেন মহা সমস্যায়৷ তাও যেনতেন জায়গায় নয়, তার নতুন মুক্তি পাওয়া সিনেমা ‘ভাগ মিলখা ভাগ’ এর সংবাদ সম্মেলনের আগ মুহূর্তে৷

ঘটানা হল সমপ্রতি চন্ডিগড়ে ‘ভাগ মিলখা ভাগ’ সিনেমার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়৷ আগে ভাগেই সংবাদ সম্মেলন উপস্থিত হন সোনম কাপুর৷ কিন্তু হঠাত্‍ বাধ সাধলো তার পোশাক৷ সংবাদ সম্মেলন শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে সোনম দেখতে পান তার আকর্ষণীয় গাউনটির এক জায়গায় সামান্য ছেঁড়া৷

এটা দেখে তিনি আর কোন কথা চিন্তা না করে সঙ্গে সঙ্গেই চলে গেলেন হোটেলে৷ পরে সংবাদ সম্মেলনের শেষের দিকে সালওয়ার সু্যটে উপস্থিত হন অনীল কন্যা সোনম৷ সংবাদ সম্মেলন শেষে, মিলখা সিংয়ের পরিবার ও বন্ধুদের সঙ্গে উপভোগ করেন তার নতুন সিনেমা ‘ভাগ মিলখা ভাগ’৷

ফ্যাশন সচেতন সোনম একেক অনুষ্ঠানে একেক ডিজাইনারের পোশাক পরেন৷ চন্ডিগড়ে তিনি এসেছিলেন দুটি পোশাক ভর্তি সু্যটকেস নিয়ে৷ কিন্তু পোশাক নিয়ে সমস্যায় পড়ার কারণে হয়তো তিনি এক পোশাকেই তিনটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবার৷

চন্ডিগড়ের ডিফেন্স ফোর্সের জন্য আয়োজন করা হয় ‘ভাগ মিলখা ভাগ’ সিনেমার বিশেষ প্রদর্শনী৷ সেখানেও উপস্থিত ছিলেন সোনম৷ (সূত্র : ওয়েবসাইট)

টি মন্তব্য

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

*

Note: All are Not copyrighted , Some post are collected from internet. || বিঃদ্রঃ সকল পোস্ট বিনোদন প্লাসের নিজস্ব লেখা নয়। কিছু ইন্টারনেট থেকে সংগ্রহীত ।