sharuk

একজন শাড়ি পরা সুন্দরী বীর দর্পে পেটাচ্ছেন দুই পুরুষকে! তাও আবার অনেকগুলো মানুষের সামনে!

এরকম একটি দৃশ্যে শ্যুটিং করছিলেন দীপিকা পাডুকোন। সিনেমাটির নাম ‘চেন্নাই এক্সপ্রেস’।

রোহিত শেঠী পরিচালিত সিনেমাটির শ্যুটিং শেষ হয়েছে ২৬ মে।

সিনেমার ওই দৃশ্যে শাহরুখের মুখে ঘুসি মারছিলেন দীপিকা। শাহরুখের নাক দিয়ে ঝরছিলো রক্ত। আর দিপিকাকে শট বোঝাতে গিয়ে কয়েকটি ঘুসি হজম করেন পরিচালক রোহিত শেঠীও।

‘ওম শান্তি ওম’এবং ‘বিল্লু’ ছবিতে অভিনয়ের পর তৃতীয়বারের মতো বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে অভিনয় করলেন দীপিকা। মুম্বাই থেকে রামেশ্বয়ারাম ভ্রমণে একজন মানুষের পথের মাঝে ঘটা সব বিচিত্র অভিজ্ঞতা নিয়ে গড়ে ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার কাহিনী।

এ বছরের ৮ আগস্ট সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

টি মন্তব্য

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

*

Note: All are Not copyrighted , Some post are collected from internet. || বিঃদ্রঃ সকল পোস্ট বিনোদন প্লাসের নিজস্ব লেখা নয়। কিছু ইন্টারনেট থেকে সংগ্রহীত ।